মেমারি কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা কমিটির বিজয়া সম্মীলনী

নূর আহমেদ, মেমারি, ২১ অক্টোবর ২০২৪ : রবিবার রাতে মেমারি কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে বিজয়া সম্মীলনী করা হয় উৎসব হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিসেন মেমারি থানার ওসি দেবাশীষ নাগ, এস আই বিশ্বনাথ দাস, পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী সহ অন্যান্যরা। মেমারি কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা কমিটির সম্পাদক রামকৃষ্ণ হাজরা জানান ১২৭ টি পুজো কমিটি নিয়ে এই বিজয়া সম্মিলীনী করা হয়। এদিন বিজয়া সম্মিলনীতে নৃত্য, সংগীত পরিবেশন হয়। অনুষ্ঠান শেষে সকলকে নিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ও প্রীতি ভোজ করা হয়। কমিটির সভাপতি সমরেন্দ্রনাথ দাসগুপ্ত মেমারি থানা প্রশাসনকে পুজো সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য ধন্যবাদ জানান।