|
---|
নুরউদ্দিন:রায়দিঘি : সুভাষ নগর সার্বজনীন দুর্গাউৎসব কমিটির উদ্যোগে থ্যালাসেমিয়া মুমূর্ষ রুগীদের সহয্যার্থে রক্তদান শিবিরের আয়োজন।দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের সুভাষ নগর সার্বজনীন দুর্গাউৎসব ৪৬ তম বর্ষে পদর্পন করেছে,আজ নবমীর দিন রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে এলো গ্রামের মানুষ জন।রক্তদান শিবিরে উপস্থিত হয়ে ডক্টর বিনীত রঞ্জন বলেন আজকের যারা ব্লাড ডোনেট করেছে তাদেরকে আমি সেলুট জানায়।এদিন মথুরাপুর ২ ব্লক আধিকারিক নাজির হোসেন বলেন থ্যালাসেমিয়া রুগীদের রক্তের সংকট মেটানোর জন্য উদ্যোকদাতাদেরকে কুর্নিশ জানায়, রক্তদান শিবির ভালো ভাবে কাটুক।
রায়দিঘি বিধানসভার বিধায়ক উপস্থিত হয়ে বলেন আমি ডায়মন্ড হারবার থ্যালাসেমিয়া ডিপার্টমেন্টের ডাক্তার ছিলাম, আমি দেখেছি থ্যালাসিমিয়া রোগীদের প্রচন্ড রক্তের প্রয়োজন হয়, কারো ১৫ দিনে রক্ত লাগে,কারোর ৩০ দিনে রক্ত লাগে,এবং এক ইউনিট রক্ত তিনটে মানুষের জীবন বাঁচাতে পারে,তাই বলবো রক্তদানের মত মহান উদ্যোগকে কুর্নিশ জানায়।
মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বলেন রক্ত গাছে ফলে না, বিজ্ঞান আজও পর্যন্ত রক্ত আবিষ্কার করতে পারেনি, সুতরাং মানুষ পারে মানুষকে বাঁচাতে, সবাই সবার জন্য যদি এতোটুকু হেল্প করি রক্তদানের মতো মহৎ দান কিছু হতে পারেনা।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য উদয় হালদার,ব্লক সভাপতি প্রশান্ত সরকার, দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কাঁসারী, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সহাদেব সর্দার, উপস্থিত ছিলেন রায়দিঘি থানার আধিকারি অমিত কুমার ও শ্যামল দাস সহ অন্যানরা।এই রক্তদান শিবিরে প্রায় ২০০ জন রক্তদাতা রক্ত দান করেন।