|
---|
দেওবন্দ মাদ্রাসাকে ভারতের বৃহত্তম করোনা হটস্পট বলে আখ্যা করায় নিউজ ১৮ এর লাইসেন্স বাতিলের দাবি – আরশাদ মাদানীর
নতুন গতি, ওয়েবডেস্ক : এক শ্রেণীর মিডিয়া দেশের মধ্যে প্রতিনিয়ত ইসলামফবিয়ি ছড়িয়েয় যাচ্ছে। সারা পৃথিবী যখন এই মহামারী করোনা ভাইরাস নিয়ে দুশ্চিন্তায় ভুগছে ঠিক সেই সময় ভারতে হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িকতা ছড়াতে ব্যস্ত এক শ্রেণীর মিডিয়া। তাবলীগী জামাতের উপর দেশ ব্যাপী একটা ক্যাম্পেইন চলতেই আছে এর মধ্যেই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের উপর মিথ্যা সংবাদ সম্প্রচার করছেন নিউজ ১৮। নিউজ ১৮ এর টুইটার একাউন্ট থেকে সম্প্রচার করা হয়েছে যে ভারতের সব চাইতে বড় করোনা হটস্পট হলো দারুল উলূম দেওবন্দ মাদ্রাসা। তারা এটাও প্রচার করে যে দারুল উলূম দেওবন্দ মাদ্রাসায় ইতিমধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত করা গেছে।
দেশের ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠানের উপর এত বড় জঘন্য ও ভিত্তিহীন মন্তব্য করার বিরুদ্ধে নিউজ ১৮ এর লাইসেন্স বাতিলের দাবি করেছেন দারুল উলূম দেওবন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী।গত সোমবার(২০ এপ্রিল) দিল্লির সংবাদ মাধ্যম “হামারা মামাজে” এই খবর প্রকাশ করেন।
দারুল উলূম দেওবন্দের পক্ষে থেকে সরকার কে অনুরোধ করা হয়েছে যেনো নিউজ ১৮ এর উপর করা ব্যবস্থা নেন সরকার।