|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ২০২০ সালের পর আবার এই বছরের মাধ্যমিক পরীক্ষায় ফাঁস হলো প্রশ্নপত্র। ইংরেজির প্রশ্নপত্রের ছবি ঘুরছে গোটা সোশ্যাল মিডিয়াতে।
মঙ্গলবার বেলা পৌনে এগারোটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইংরাজির প্রশ্ন। বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে প্রশ্নের কয়েকটি অংশ। দেখা যাচ্ছে, আনসিন প্যাসেজ, গ্রামারের বেশ কিছু প্রশ্ন।
যদিও ইতিমধ্যেই পর্যদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ফাঁস হওয়া প্রশ্নটি ভুয়ো।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস রুখতে পর্ষদ এর তরফ থেকে নেওয়া হয়েছিল বড় পদক্ষেপ। বেশ কিছু জেলার নির্দিষ্ট অংশে ইন্টারনেট বন্ধ রাখার নেওয়া হয়েছিল সিদ্ধান্ত।