পরিযায়ী ও আমফানে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পেতে সংখ্যালঘু যুব ফেডারশন

নিজস্ব সংবাদদাতা  : ৩জুলাই,পরিযায়ী শ্রমিকদের কাজ ও আমফানে ক্ষতিগ্রস্ত সকলকেই সরকারি সহায়তা প্রদানসহ ৫ দফা দাবিতে শুক্রবার সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষথেকে হাড়োয়া ব্লক উন্নয়ন আধিকারিক দীপঙ্কর দাসকে স্মারকলিপি তুলে দেন ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান। প্রায় ১০০০ পরিযায়ী শ্রমিক আছে কিন্তু তারা সকলেই কাজ পাচ্ছেন না। সংখ্যালঘু যুব ফেডারেশনের বক্তব্য পরিযায়ী শ্রমিকদের জন্য কেবলমাত্র এক’শ দিনের কাজ আছে। যারা অদক্ষ শ্রমিক তারা এক’শ দিনের কাজ করছেন। কিন্তু যারা দক্ষ শ্রমিক তাদের পক্ষে এক’শ দিনের মাটিকাটা কাজ করা সম্ভব নয়। দক্ষ শ্রমিকদের যোগ্যতার নিরিখে সন্মানজনক কাজ দিতে হবে। এলাকায় আমফানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানানো হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সম্পাদক মোক্তার মোল্লা, রাজ্য কমিটির সদস্য আবু হোসেন, মাহবুবুর রহমান, মাওলানা লোকমান দেওয়ান, গোলাম মোস্তফা প্রমূখ।