হরিশ্চন্দ্রপুর বিধানসভার বরিষ্ঠ তৃণমূল নেতা বুলবুল খান নির্দল প্রার্থী হচ্ছেন কি? সামাজিক মাধ‍্যমে অনুগামীদের মন্তব্যে ঘোর জল্পনা

ধ‍্য্য্য্য্য্য্য্্য্য্য্য্য্য্য্্

    উজির আলি,নতুন গতি,মালদা:১১ মার্চ
    তৃণমূল নেতা বুলবুল খানের অনুগামীদের ফেসবুক পোস্ট। আর সেই পোস্টকে ঘিরে জল্পনা শুরু হয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর ৪৬ নম্বর বিধানসভায়।উল্লেখ‍্য,তৃণমূলের হয়ে টিকিটের অন্যতম দাবিদার ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান।যদিও ওই আসনে তৃণমূল প্রার্থী মনোনীত হয়েছেন তজমুল হোসেন। প্রার্থী পদ ঘোষণার পর এক সপ্তাহ গড়াতে চললেও কোন প্রচার বার জনসংযোগে দেখা যায়নি বুলবুলকে।প্রার্থী তজমূলের সাথে কোনো কর্মসূচিতেও তাকে দেখা যায়নি বলে খবর। তারপরেই বুধবার গভীর রাতে বুলবুলের কয়েকজন অনুগামী সামাজিক মাধ‍্যমে পোস্ট করেন।তিনি নির্দল প্রার্থী হচ্ছেন।তারপরেই শোরগোল পড়ে গেছে তৃণমূলের অন্দরে। হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা যুব তৃণমূল নেতা আশরাফুল হকও ফেসবুকে মন্তব্য করেছেন বুলবুল দাঁড়ালে জিতবেই তিনি সবসময় মানুষের পাশে থাকেন।
    যদিও এই প্রসঙ্গে বুলবুল খানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন,আমার অনুগামীরা কে কোথায় কি করেছে আমার জানা নেই।আমি এখনো তৃণমূল কংগ্রেসের সৈনিক রয়েছি।মূলত দাবিদার হলেও টিকিট থেকে বঞ্চিত হয়েছেন বুলবুল খান।আবেগ ও আক্ষেপ এমন পোষ্ট অনুগামীদের বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।