|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আজ নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠকে যোগ দিচ্ছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। শোনা যাচ্ছে, আজই আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সদস্য হতে পারেন তিনি।
এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, আনুষ্ঠানিক যোগদান হলেই পুরোপুরি বহিষ্কার করা হবে জয়প্রকাশকে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল জয়প্রকাশ মজুমদারের। প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করছিলেন তিনি। যার জেরে শোকজের মুখে পড়তে হয় জয়প্রকাশকে। এমনকি সাময়িক বরখাস্ত করা হয় তাঁকে, যার জন্য দলের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে তাঁর। একাধিকবার গোপনে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন তিনি। যার জেরে কানাঘুষো শুরু হয়েছিল যে, বিক্ষুব্ধ বিজেপিরা একজোট হচ্ছে। এমনকি দুদিন আগে গেরুয়া শিবিরের ক্ষুব্দ নেতাদের সঙ্গে বৈঠক করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেখানেও ছিলেন জয়প্রকাশ মজুমদার।