|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রাজ্য কমিটির বৈঠকের আগেই মন্ত্রিসভায় রদবদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, সোমবার বিকলেই মন্ত্রিসভার রদবদল ঘটানো হয়। এমনকি রাজ্যপালকেও নতুন তালিকা পাঠিয়ে দেওয়া হয়।
দায়িত্ব ও গুরুত্ব দুই বাড়লো রাজ্যের বর্তমান আবাসন ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের। আবাসন ও পরিবহণ দপ্তরের পাশাপাশি পুর ও নগরোন্নায়ন দপ্তরের দায়িত্ব পেলেন তিনি।
অন্যদিকে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী থেকে সেই দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র মন্ত্রী হয়ে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
উল্লেখ্য, আজ নজরুল মঞ্চে সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নতুন কমিটি গড়ে তার পদাধিকারীদের আজ জরুরি বার্তা দেবেন তৃণমূলনেত্রী। মূল সংগঠনের পাশাপাশি ছাত্র, মহিলা, শ্রমিক, কৃষক-সহ সংগঠনের সর্বস্তরে নতুন করে দায়িত্ব দিতে পারেন। উঠে আসতে পারে নতুন মুখ। সেক্ষেত্রে প্রবীণ ও নবীনে সমন্বয় রেখেই তা হবে।