রাজ্য জুড়ে নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের প্রতিবাদে পথ অবরোধ মেমারিতে

নূর আহমেদ, মেমারি, ১৯ অক্টোবর ২০২৪ :রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতি ও নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের প্রতিবাদে শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি চকদিঘী মোড়ে পথ অবরোধ করে মেমারি ১ নং ব্লক কংগ্রেস কমিটির নেতা, কর্মীরা। প্রতীকি পথ অবরোধের পর এদিন মেমারি থানায় ৭ দফা দাবী নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।

    জাতীয় কংগ্রেস নেতা অনীক সাহা জানান, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পূর্ব নির্ধারিত ঘোষিত কর্মসূচী অনুসারে সারা রাজ্যের সমস্ত থানার সাথে সাথে মেমারি থানাতেও স্মারকলিপি পেশ করা হয়। সাত দফা দাবীগুলোর মধ্যে অন্যতম হল, কেউ এফ আই আর করতে থানায় এলে তাকে ফেরত পাঠানো চলবে না, দলমত নির্বিশেষে পুলিশকে সক্রিয় হতে হবে, বিরোধী স্বরকে দমানোর লক্ষ্যে সরকার বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো বন্ধ করতে হবে।