রাখী বন্ধনে এলাকায় ঘুরে সৌহার্দ্য ছড়ালো গলসি পুলিশ

আজিজুর রহমান : গলসি থানার পুলিশের উদ্দ্যোগে রাখী বন্ধন উৎসব পালন করা হল। এলাকার বিভিন্ন মোড় ও থানায় আগত সাধারণ মানু‌ষের হাতে রাখী পরিয়ে দেন পুলিশ কর্মীরা। অনেককে নিজের হাতে মিষ্টিও খাইয়ে দেন তারা। পাশাপাশি বিনা হেলমেট পরা বাইক চালকদের সতর্ক করেন গলসি ওসি অরুন কুমার সোম। এরপরই এলাকার পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আগত রোগী ও রোগীর পরিজনদের হাতেও রাখী পরিয়ে দেন তারা। হাসপাতালে ডাক্তার ও নার্সরা তাদের হাতে রাখী পরিয়ে দেন। পাশাপাশি আদড়াহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যান পুলিশ কর্মীরা। রাখীর সাথে সাথে সকলকে মিষ্টি মুখ করানোও হয়। পুলিশের এমন কাজের প্রসংসা করেছেন হাসপাতালের ডাক্তার বাবু সহ স্থানীয় মানুষজন। জেলা পুলিশ আধিকারিক শৈলেন্দ্রনাথ উপাধ্যায় বলেন, আমরা আমাদের বাড়ি যেতে পারিনি। আমাদের বাড়িতে ভাই আছে বোন আছে পরিবার আছে। আমরা এখন গলসি থানায় আছি তাই গলসি থানার মানুষরাই আমাদের পরিবার। তাই সেই পরিবারের মানুষদেরকে আমরা রাখী পরিয়ে দিচ্ছি মিষ্টি মুখ করাচ্ছি। আবার হাসপাতালের রোগীরা আছে। যাদের বোন কিম্বা ভাই হয়তো বাড়িতে আছে। তারা রাখী পরাতে বা পরতে পাচ্ছে না। তাদের খুশি করতে আমদের ছোট্ট প্রয়াস। যাতে এই বার্তা দেওয়া যে আমরা আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকবো। আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো।