আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আগাম কোমড় বেধে প্রস্তুতি শুরু করলো মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব।

নতুন গতি নিউজ ডেস্ক, মালদা, ৪ আগস্ট। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আগাম কোমড় বেধে প্রস্তুতি শুরু করলো মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। এই মর্মে এদিন মালদা শহরের রথবাড়ি এলাকায় আই এন টি ইউ সি ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিধায়ক ঈসা খান চৌধুরী, বিধায়ক মোক্তাকিন আলম, আই,এন টি, ইউ, সির প্রেসিডেন্ট লক্ষী গুহ সহ কয়েকশো কংগ্রেস কর্মীরা। জানা যায় আসন্ন ২০২০ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এদিনের এই আলোচনা সভা। এই বিষয়ে বিধায়ক মোক্তাকিন আলম জানান, আজকের এই আলোচনা সভায় ব্লক স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। দুই হাজার কুড়ি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আলোচনা সভা।

    অন্যদিকে এই বিষয়ে আই, এন,টি ইউ,সির প্রেসিডেন্ট লক্ষী গুহ জানান, আজকের এই আলোচনা সভায় কয়েক শো কর্মী উপস্থিত ছিলেন। আগামীতে জেলায় সংগঠন শক্তিশালী করতে, দলীয় কর্মসূচী এবং আগামী কুড়ি সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এই আলোচনা সভা।