যক্ষা রোগীদের ৬ মাসের জন্য দত্তক নিল রাজনগর গ্রাম পঞ্চায়েত

 

     

    খান আরশাদ, বীরভূম:

    ৬ জন যক্ষা রোগীকে ছয় মাসের সুষম খাবার সরবরাহ করার দায়িত্ব নিল বীরভূমের রাজনগর গ্রাম পঞ্চায়েত।
    যক্ষা রোগকে নির্মূল করার লক্ষ্যে নিক্ষয় মিত্র প্রকল্পে বহু যক্ষা রোগীকে প্রয়োজনীয় সুষম খাবার সরবরাহ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার।
    এই প্রকল্পের মাধ্যমে বহু সরকারি ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও কর্মকর্তারা যক্ষা রোগীদের পাশে দাঁড়িয়েছেন। এরকমই রাজনগর এলাকার ছয় জন যক্ষা রোগীকে আগামী ছয় মাসের জন্য সুষম খাবার সরবরাহের উদ্যোগ নিল রাজনগর গ্রাম পঞ্চায়েত। রাজনগর গ্রাম পঞ্চায়েতে এসব যক্ষা রোগীদের হাতে সুষম খাবার তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, PRI এর কমিউনিটি কোর্ডিনেটর কুহেলী মুখার্জী, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, পঞ্চায়েত এক্সিকিউটিভ সৈয়দ এরশাদুল কবীর, উপ-প্রধান সেখ সেলিম সহ মহম্মদ শরীফ, আদিত্য সাহা, গৌতম সাহা সহ অন্যান্যরা। যক্ষা রোগীদের এই দত্তক নেওয়ার যে সিস্টেম চালু হয়েছে বিডিও শুভাশিস চক্রবর্তী সে বিষয়ে প্রশংসা করে বলেন এটা এক কথায় অতুলনীয় এবং বিভিন্ন সংস্থার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও এই মহৎ কাজে অংশ নেওয়ার তিনি আহ্বান জানান উপস্থিত সকলকে। PRI এর কমিউনিটি কোর্ডিনেটর কুহেলী মুখার্জী জানান সকলে এগিয়ে এলে আমরা খুব সহজেই যক্ষা রোগকে নির্মূল করতে পারব। রাজনগর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সৈয়দ এরশাদুল কবীর জানান এলাকার যক্ষা রোগীদের পাশে তাঁরা দাঁড়াতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছেন। এ বিষয়ে যাঁরা তাঁকে সাহায্য করেছেন তাঁদের সকলকে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    নতুন গতি

    News Publication