মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ সমস্ত পৌর সদস্যরা শপথ গ্রহণ করবেন

নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই, মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ সমস্ত পৌর সদস্যরা শপথ গ্রহণ করবেন। আর শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগেই ভাইস চেয়ারম্যান পদের নাম পরিবর্তন করল মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস । কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান, দেবাশিস চ্যাটার্জী নন, ৮নং ওয়ার্ড থেকে জয়ী হওয়া গৌরী সিংহ বিশ্বাস কে ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করল জেলা তৃণমূল কংগ্রেস। সোমবার এক সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি শাওনী সিংহ রায় জানান, “কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে প্রথমে দেবাশিস চ্যাটার্জীর নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশ অনুযায়ী নতুন ভাইস চেয়ারম্যান করা হল গৌরী সিংহ বিশ্বাসকে।”

    প্রায় সাত মাস কান্দি পৌরসভার প্রশাসক পদে ছিলেন । এবছর পৌরসভার নির্বাচনে কান্দি পৌরসভার ১নম্বর ওয়ার্ড থেকে জয়ী হওয়ার পরেই তাকে ভাইস চেয়ারম্যান করা হয়। চেয়ারম্যান করা হয় মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি তরুণ নেতা জয়দেব ঘটক কে। জয়দেব ঘটক কান্দি পৌরসভার ২নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। মঙ্গলবার কান্দি পৌরসভার বোর্ড গঠন হতে চলেছে, আর তার ২৪ ঘণ্টা আগেই ভাইস চেয়ারম্যান পদে বদল আনা হল। একদা কংগ্রেসের গড় ছিল কান্দি শহর, পরবর্তীতে দিন বদলের সাথে সাথেই তৃণমূল কংগ্রেস দখল করে সেই গড়। এবছর পৌরসভার নির্বাচনে ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৬টিতে জয়ী হয়েছে তৃণমূল। ২টি ওয়ার্ড দখল করে নির্দল প্রার্থীরা। আচমকা এই ভাইস চেয়ারম্যান পদে বদল কেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

    তবে পৌর সদস্য, “ষোলোজন নির্বাচিত পৌর সদস্যদের ডেকে দলীয় কার্যালয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছিল। জেলা সভাপতি আবার অন্য জনের নাম ঘোষণা করলেন। তবে আগে থেকে আমাকে কিছু জানানো হয়নি। আমি আগে কংগ্রেস করতাম, পরে তৃণমূলে যোগদান করেছি। আমি পদ পাওয়া বা না পাওয়ার মধ্যে বিরাট কিছু তফাৎ আছে বলে মনে করি না। দল আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছিল কান্দি পৌরসভাতে। লোকসভার উপ নির্বাচন বা বিধানসভা নির্বাচন কোন ক্ষেত্রেই কান্দি পৌরসভাতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারেনি। দল আমাকে মাত্র সাত মাস প্রশাসক পদে বহাল রেখেছিল। পৌরসভার নির্বাচনে বিরোধী দলকে পিছনে ফেলে আঠারো হাজারেরও বেশি ভোটে তৃণমূল জয়ী হয়েছে। আগামী দিনে দলের সৈনিক হিসেবে পৌরসভায় কাজ করব”, বলে জানান তিনি। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার প্রাচীন পৌরসভার মধ্যে অন্যতম কান্দি পৌরসভার শপথ গ্রহণ হবে। পৌরসভার জয়ী সদস্যদের শপথ বাক্য পাঠের মাধ্যমে গঠিত হবে বোর্ড।