একলাফে বাড়লো গ্যাস ও জ্বালানির দাম! চিন্তায় মাথায় হাত সাধারণ মানুষের

নতুন গতি নিউজ ডেস্ক: একলাফে রান্নার গ্যাসের দামে বাড়ল অনেকটাই। এদিকে ঘরোয়া রান্নার গ্যাসেল সিলিন্ডারের দাম বাড়লেও বাণিজ্যিক ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমাল সংস্থা।

    এর আগে কলকাতায় ১৪ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৯২৬ টাকা। এদিকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২০৯৫ টাকা।

    ২২ মার্চ থেকে ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম একলাফে ৫০ টাকা বাড়ল। অপরদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সস্তা হল ৮ টাকা।

    কলকাতায় ১৪ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ৯৭৬ টাকা এবং ১৯ কেজির বানিজ্যিক রান্নার গ্যাসের দাম কমে হল ২০৮৭ টাকা।

    পাশাপাশি কলকাতায় ২২ মার্চ থেকে বেড়েছে জ্বালানি তেলের দামও। একলাফে ৮৩ পয়সা করে বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। এর জেরে কলকাতায় এক লিটার পেট্রলের দাম হল ১০৫ টাকা ৫১। অপরদিকে মূল্যবৃদ্ধির জেরে ডিজেলের নয়া দর হল ৯০ টাকা ৬২ পয়সা।