অগ্নিগর্ভ রামপুরহাট! রাজনৈতিক হিংসার শিকার ১২টি নিষ্পাপ প্রাণ

বীরভূম: রাজনৈতিক অশান্তিতে ফের অগ্নিগর্ভ বীরভূমের রামপুরহাট। রাতের অন্ধকারে গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জানা গেছে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের।

    স্থানীয় সূত্র মারফত জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০ টা নাগাদ রামপুরহাট ১ নম্বর ব্লকের বরশাল গ্রামের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। অভিযোগের তির বিজেপির দিকে। এরপর রাত বাড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। তিন, চারটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাতেই পুড়ে অন্তত ১২ জনের মৃত্য়ু হয়েছে বলে খবর।

    ঘটনার গুরুত্ব বুঝেই দ্রুত কলকাতা থেকে হেলিকপ্টারে বীরভূম যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এমনই জানিয়েছেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্য়ায়।

    শাসকদল গেরুয়া শিবিরের দিকে আঙ্গুল তুললেও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।