পৌর নির্বাচনে তৃনমূল কংগ্রেসের মনোনয়ন পত্র জমা দিলেন ডায়মন্ড হারবার মহকুমা শাসক দফতরে সুকান্ত সাহার হাতে

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার: দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দফতরে আজ পৌর নির্বাচনের জন্য ডায়মন্ড হারবার পৌরসভার ১৬ টা ওয়ার্ডের মধ্যে ১৬ টা ওয়ার্ডের সকলেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ব্যান্ড বাজিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে তৃনমূল কংগ্রেস পর্থিরা মনোনয়ন পত্র জমা দিলেন।

    কর্মীদের উৎসাহ ও ভিড় ছিল চোখে পড়ার মতো l এদিন ডায়মন্ড হারবার শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা ও পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস পার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন এবং ডায়মন্ড হারবার শহর তৃনমূল কংগ্রেসের পুরনো মুখ মীরা হালদারও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জন্য মনোনয়ন পত্র জমা দেন l ইহা ছাড়াও পৌরসভার অন্যান্য ওয়ার্ডে বিভিন্ন পুরনো ও নতুন মুখের পার্থীরা মনোনয়ন জমা দেন। বিধায়ক পান্নালাল হালদার এর সঙ্গে ছিলেন টাউন তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি সৌমেন তরফদার,ব্লক ২ তৃনমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন,ডা:হা:জেলা তৃনমূল মহিলা নেত্রী মনমোহিনি বিশ্বাস, উমাপদ পুরকাইত সহ আরও অনেকে I

    এদিন ডায়মন্ড হারবার মহকুমা শাসক দফতরে সুকান্ত সাহার হাতে তৃনমূল কংগ্রেস নেতারা মনোনয়ন পত্র জমা দিতে এসে,বিধায়ক পান্নালাল হালদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আশাবাদী পৌরসভায় (১৬) ষোলোয়, ষোলো টায় (১৬) জিতে প্রিয় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে এবং রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উপহার তুলে দেওয়া হবে I কেনো আশাবাদী লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে ৬৪টি প্রকল্প সাধারণ মানুষের দিয়েছি,এর পাশাপাশি আমফান,জোশ সহ প্রায় দুই বছর করোনা মহামারীতে লকডাউনে সকল মানুষের পাশে সবরকম সুযোগ সুবিধা নিয়ে পৌঁছে দিয়েছি I তাই বিরোধীদের আর বিরোধী করার জায়গা নেই I