বিজয়া সম্মেলন অনুষ্ঠানে নির্দল জয়ী প্রার্থী রায়দিঘীর বিধায়কের হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে!

নুরউদ্দিন, রায়দিঘী: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার মথরাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাশিনগর গার্লস স্কুলে বিজয়া সম্মেলন অনুষ্ঠান হয় শনিবার দিন,বিজয়া সম্মেলনে রায়দিঘির বিধায়ক ডাঃ অলক জলদাতার হাত ধরে কৌতলা অঞ্চলের নির্দল জয়ী প্রার্থী সনাতন হালদার স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন! সনাতন হালদার জানিয়েছেন আমি দীর্ঘদিন ধরে ২০১৩ থেকে তৃণমূলের সাথে যুক্ত ছিলাম, কিন্তু মনোমালিনের জন্য পঞ্চায়েত নির্বাচনে নির্দল আম চিহ্নে দাঁড়িয়ে জিতেছিলাম, তারপরে শনিবার বিজয়া সম্মেলনের দিনে আবার আমি তৃণমূলের সাথে যুক্ত হয়ে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই!

    অন্যদিকে, রায়দিঘীর বিধায়ক ডাঃ অলক-জলদাতা জানিয়েছেন, নির্দল জয়ী প্রার্থী সনাতন হালদার তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলেন, এবং কঠোর পরিশ্রম করে কৌতলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দলটা আগিয়ে নিয়ে গিয়েছিলেন সনাতন হালদার, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কোন কিছুর কারণে নির্দলে টিকিট পেয়েছিলেন সনাতন হালদার। এবং কৌতলা অঞ্চলে নির্দলের টিকিট পেয়ে জিতে গিয়েছিলেন সনাতন হালদার, তারপরে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কাজ করার জন্য আমাদের দলে যোগ দিয়েছেন সনাতন হালদার!