|
---|
সজল দাশগুপ্ত: রবিবার ছুটির দিনে ইডেনে হাই ভোল্টেজ ম্যাচ, ভারত মুখোমুখি দক্ষিণ আফ্রিকার। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ভারত, মহাম্মদ সামি সমৃদ্ধ ভারতীয় পেস ব্যাটারিকে সামলাতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দলগুলি। প্রথম দিকের ম্যাচগুলিতে না খেললেও শেষ তিনটি ম্যাচে দুর্দান্ত ফর্মে, সংগ্রহ ১৪ উইকেট। আগামীকাল হাই ভোল্টেজ ম্যাচে ভারত মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকার। ইডেনের এই মহরনের অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেট সমর্থকরা। বিরাট কে নিয়ে আশাবাদী অনেকেই, আগামীকাল বিরাট কোহলির ৩৫ তম জন্মদিন। অনেকেই আশাবাদী আরেকটি দুর্দান্ত ইনিংস খেলবেন বিরাট।
এই বিষয়ে এক উইকেট সমর্থক জানিয়েছেন আগামীকাল দুর্দান্ত খেলবে বিরাট কোহলি এই ব্যাপারে কোন সন্দেহ নেই, শুধু দুরন্ত খেলবেই না সেঞ্চুরি করার ব্যাপারেও আশাবাদী। আগামীকাল সেঞ্চুরি করে শচীনের রেকর্ড ভাঙতে চলেছে বিরাট এমনটাই আশা করছেন অনেকেই। ভারতীয় পেস বোলিং কে কিভাবে সামলায় দক্ষিণ আফ্রিকা এখন সেটাই দেখার। বোলিং এর সাথে সাথে ব্যাটিংয়ে ও দুরন্ত ছন্দে ভারতীয় ক্রিকেট দল। গিল, বিরাট ,রোহিত সমৃদ্ধ ভারতীয় ক্রিকেট দল নিঃসন্দেহে এবারে বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার।