রাজনৈতিক স্বার্থে কেন্দ্র সরকারের বঞ্চনা আবাস যোজনা ও ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার প্রতিবাদে মা বিজলী কমপ্লেক্সে তৃণমূলের সংবাদিক সম্মেলন

বাইজিদ মণ্ডল, মগরাহাট: মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শনিবার বিকালে সাংবাদিকদের সাথে আলাপচারিতা ও চা -চক্র ও সংবাদিক সম্মেলন মা বিজলী ভিলাতে অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, ১০০ দিনের কাজের ও আবাস যোজনার টাকা রাজনৈতিক স্বার্থে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে সেই দাবি আদায়ের লক্ষ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে দিল্লিতে ধর্ণা ও আন্দোলন এবং রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি বিষয়ক।

    এখানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, মইদুল ইসলাম মগরাহাট সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব, মুজিবর রহমান মোল্লা অধ্যক্ষ, দ :২৪ পরগনা, জেলা পরিষদ, সব্যসাচী গায়েন মগরাহাট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি, হাজী মোবারাক মোল্লা সহ -সভাপতি, মহ:তৌসিফ আহমেদ মোল্লা কর্মাধ্যক্ষ, পূর্ত ও পরিবহন, মানবেন্দ্র মন্ডল কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য ও কারিগরি, ইমরান হাসান মোল্লা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পুরকাইত, নুর খাতুন বিবি সর্দার জেলা পরিষদ সদস্যা,রাইহানা পারভীন ছাত্রনেত্রী, শিক্ষার কর্মাধ্যক্ষ সেলিম খান, যুব কার্যকরী সভাপতি নাজমুল দপ্তরী সঞ্জীব মন্ডল, বুবাই কোলে, সাদিক মোল্লা সহ শাখা সংগঠনের ব্লক সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য,সদস্যা প্রমুখ।