|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: সদ্য কেন্দ্রীয় মন্ত্রী হওয়া কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক আসলে বাংলাদেশি নাগরিক৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে তদন্তের দাবি জানালেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রিপুণ বোরা৷ কংগ্রেস সাংসদের এই চিঠির উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে ট্যুইটারে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও৷ তাঁর প্রশ্ন, মন্ত্রী হিসেবে নিয়োগ করার আগে কি কোনও তথ্যই যাচাই করে দেখা হয় না?
জাতীয় এবং আঞ্চলকি স্তরের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতেই নিশীথের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন রিপুণ বোরা৷ চিঠিতে তিনি লিখেছেন, ‘নিশীথ প্রামাণিক একজন বাংলাদেশি নাগরিক৷ তাঁর জন্মস্থান বাংলাদেশের গাইবাঁধা জেলার পলাশবাড়ি থানার অন্তর্গত হরিনাথপুরে৷ কম্পিউটার প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিমবঙ্গে আসেন এবং ডিগ্রি অর্জন করার প্রথমে তৃণমূল কংগ্রেস এবং তার পরে বিজেপি-তে যোগ দিয়ে তিনি কোচবিহারের সাংসদ হয়েছেন৷’
চিঠিতে কংগ্রেস সাংসদ আরও উল্লেখ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাঁর বাংলাদেশের বাড়িতে নিশীথের দাদা সহ পরিবারের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করছেন৷ কংগ্রেস সাংসদের আরও অভিযোগ, কারসাজি করে নির্বাচনী হলফনামায় নিজের ঠিকানা বদল করে কোচবিহার দেখিয়েছেন নিশীথ৷ রিপুণ ভোরা প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, ‘এই খবর যদি সত্যি হয় তা হলে তা অত্যন্ত গুরুতর একটি বিষয়৷ কারণ একজন বিদেশি নাগরিক সেক্ষেত্রে দেশের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন৷ আপনার কাছে আমার অনুরোধ, নিশীথ প্রামাণিকের প্রকৃত জন্মস্থান কোথায় তা জানতে তদন্তের নির্দেশ দিন৷ যাতে নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে স্বচ্ছতা বজায় থাকে এবং এ বিষয়ে দেশ জুড়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হয়৷’
কংগ্রেস সাংসদের এই চিঠির কথা উল্লেখ করে নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও৷ ট্যুইটারে তিনি লিখেছেন, ‘রাজ্যসভার সাংসদ রিপুণ বোরা এই প্রশ্নগুলি তুলেছেন৷ একাধিক সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছে যে নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক৷ মন্ত্রী হিসেবে তাঁকে নিয়োগের আগে কি কোনও তথ্যই যাচাই করা হয়নি? এ ছাড়াও তাঁর বিরুদ্ধে থাকা একাধিক ফৌজদারি মামলার কথাও ভুলে গেলে চলবে না৷ লজ্জা!’
যদিও নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ মহল সূত্রে সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, কোচবিহারের সাংসদের জন্ম থেকে শুরু করে পঠন- পাঠন এবং বড় হওয়া সবই ভারতে৷