গরু পাচারে এবার নাম জড়াল ময়নাগুড়ি ব্লকের এক উপ প্রধানের

জলপাইগুড়ি: গরু পাচারে এবার নাম জড়াল ময়নাগুড়ি ব্লকের এক উপ প্রধানের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ময়নাগুড়ি থানার পুলিশ রানীরহাট মোড় এলাকা থেকে একটি গরু বোঝাই পিক আপ ভ্যান আটক করে। ভ্যান থেকে উদ্ধার হয় ৫ টি গরু। গ্রেপ্তার করা হয় পিক আপ ভ্যান চালককে। জানা গেছে, গোর গুলি চারেরবাড়ি থেকে ধূপগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।

    শুক্রবার সকালে আটক করা গরু গুলি ছাড়াতে ময়নাগুড়ি আসেন ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বাপি সরকার। তিনি বলেন, তাঁর ছেলে গরুর ব্যবসার সাথে যুক্ত। তবে পাচারের উদ্দেশ্যে নয় ধূপগুড়ি বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পুলিশ কেন গরু গুলো আটক করল তা তাঁর অজানা। উদ্ধার হওয়া গরু গুলিকে খোয়ারে রাখা হয়েছে। গাড়ির চালক শাহানুর আলম বলেন “আমি গাড়ির চালক। গরু গুলি চারেরবাড়ি থেকে নিয়ে ধূপগুড়ি নিয়ে যাচ্ছিলাম।” ময়নাগুড়ি পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শুক্রবার চালককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।