|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে বিতর্কিত মন্তব্যের পর বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে, বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যের নেতৃত্বে, হামলা বিজেপি যুব মোর্চার কর্মীদের।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার অভিযোগ “কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ বিজেপি কর্মীদের বাধা তো দেয়ইনি, উলটে বাড়ির গেটের সিকিউরিটি পয়েন্ট পর্যন্ত ঢুকতে দিয়েছে। বাড়ির সামনের ব্যারিকেড এবং ক্যামেরা অবধি ভেঙে দিয়েছে।”
উল্লেখ্য দিল্লি বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন “৮ বছর দেশের প্রধানমন্ত্রী থাকার পরেও ভোট পাওয়ার জন্য মোদিকে শেষ পর্যন্ত বিবেক অগ্নিহোত্রীর শরণাপন্ন হতে হচ্ছে! কাশ্মীরি পণ্ডিতদের নাম করে কোটি কোটি টাকা রোজগার করছেন অনেকে। আর বিজেপি বিবেক অগ্নিহোত্রীর হয়ে পোস্টার লাগানোর কাজ করছে! তাও একটি মিথ্যা ছবির!”