|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বাঙ্গালীদের কাছে অন্যতম সেরা গন্তব্য দার্জিলিং,তারপরে স্থান পেয়েছে সিকিম। পুজোর ছুটি হোক , কিংবা ছোটখাটো টুর সিকিম অন্যতম সেরা ঠিকানা।
সিকিমে যাবার সব থেকে ভালো সময় নভেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত। বরফের মাঝে দাঁড়িয়ে থেকে ছবি তোলার সেরা জায়গা সিকিম। তবে যারা প্রকৃতি প্রেমিক তাদের বসন্তকালে সিকিমে গেলে সব থেকে ভালো লাগবে।
সিকিম রেডডোনড্রন এর জন্য বিখ্যাত। এশিয়ার মধ্যে সিকিম এই পাহাড়ি ফুল উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে। বসন্তকালে সিকিমে দেখা যাবে পাহাড়ে জায়গায় জায়গায় আবৃত হয়ে আছে এই পাহাড়ি লাল ফুল। কোথাও কোথাও আবার এই লাল ফুলের বাহার ঘন যে সবুজ পাতা দেখা যায় না। বসন্তকালে সিকিমে নানা রঙের পাহাড়ি ফুল দেখতে পাওয়া যায়। পাহাড়ি ফুলের অপরূপ শোভা নিতে বসন্তকাল সেরা সময় সিকিম ডেস্টিনেশন এর। সমতলের শহর শিলিগুড়ি থেকে প্রচুর বাস পাওয়া যায় সিকিমের যাবার জন্য, খরচও খুব একটা বেশি নয়। তবে সিকিমের সেরা দৃশ্য কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা। একবার সিকিম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখলে সারা জীবন মনে থাকবে।