হাইকোর্টে  মামলার শুনানি শেষ আপাতত রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

নিজস্ব সংবাদদাতা : মুকুল রায়ই কি বিধানসভায় পাবলিক অ্যাকাউন্স কমিটির  চেয়ারম্যান থাকবেন? হাইকোর্টে  মামলার শুনানি শেষ। শেষদিনে সওয়াল করলেন সংশ্লিষ্ট সবপক্ষই। আপাতত রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।বিধানসভা ভোটের  ফল প্রকাশের পর ‘ঘর ওয়াপসি’। বিজেপি  ছেড়ে তৃণমূলে  ফিরেছেন মুকুল রায়। সঙ্গে পুত্র শুভ্রাংশুও। ‘ঘরের ছেলে মুকুল’-কে তৃণমূলে স্বাগত জানিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাহলে কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে কি PAC-র চেয়ারম্যান নিয়োগ করা হল? হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। এদিন সেই মামলার শুনানি শেষ হল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।স্রেফ PAC-র চেয়ারম্য়ান নিয়োগে আপত্তি নয়, ঘর ওয়াপসির পর মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতেও তৎপর হয় গেরুয়াশিবির। ১২ বার সেই মামলার শুনানি হয় বিধানসভায়। শেষপর্যন্ত বিজেপির দাবি খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কেন? তিনি জানান, ‘যে ধরনের প্রমাণ প্রত্যাশা করা হয়েছিল, তা পেশ করতে পারেননি আবেদনকারী। মুকুল রায় বিজেপিতেই আছেন’।