|
---|
আজিজুর রহমান, গলসি : ব্লক প্রশাসনের গাফিলতিতে গলসির পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হয়রানির স্মিকার হল শতশত প্রতিবন্ধী মানুষ ও তাদের পরিজনরা। বুধবার সকাল থেকে লাইন দিয়ে প্রতিবন্ধী সার্টিফিকেটের কাজ না করতে পারায় ক্ষোভ ফেটে পরেন সকলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছায় যে তারা গলসি ১ নং ব্লক বিডিও দেবলীনা দাসের নামে দুর হাটো ও হায় হায় স্লোগান দিতে থাকেন। তবে গলসি পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গলসি ১ ও ২ এই দুটির ব্লকের প্রতিবন্ধীদের সার্টিফিকেট দেওয়ার জন্য ওই শিবির করা হয় বলে জানতে পারা গেছে। মানকর গ্রাম পঞ্চায়েত সদস্য রাজীব খাঁন বলেন, কিছুদিন আগে বিডিও অফিস থেকে মেলে তারা বিষয়টি জানতে পরে প্রতিবন্ধীদের জানান। সেইমতো তিনি গাড়ি ভাড়া করে প্রতিবন্ধীদের হাসপাতালে নিয়ে আসেন। এখানে এসে দেখেন দুয়ারে সরকারে নাম নতিভুক্ত প্রতিবন্ধীদের জন্য এই শিবির। তাহলে তাদের ভুল বার্তা কেন দেওয়া হল বলে তিনি অভিযোগ করেন। এদিকে তাদের এলাকায় দুয়ারে সরকারে প্রতিবন্ধীদের জন্য কোন শিবির করা হয়নি। এই সময় বিডিও ম্যাডামকে ফোনে করলেও যোগাযোগ করতে পাচ্ছেন না। এদিকে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ধৈর্য্য হারা প্রতিবন্ধীরা তাকে ঘিরে ধরেছে। তার দাবী বিডিও দেবলীনা দাসের গাফিলতির জন্য বহু মানুষ আজ হয়রানিতে পরেছে। পারাজ গ্রাম পঞ্চায়েত প্রধান সাজাহান সেখ বলেন, বিডিও অফিসের নির্দেশ মতো তিনি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রচার করেছিলেন। তাছাড়াও পঞ্চায়েত সদস্যদের মারফৎ পাড়ায় পাড়ায় জানিয়েছিলেন। এখানে বিশৃঙ্খলার খবর পেয়ে ছুটে আসেন। তারপরও জানতে পারেন শুধুমাত্র দুয়ারে সরকারে নতিভুক্তকারী প্রতিবন্ধীরা ওই সার্টিফিকেট পাবেন। তিনি জানান, তাদের ব্লকে দুয়ারে সরকারে কোন প্রতিবন্ধী শিবির হয়নি। সেইজন্য প্রতিবন্ধীরা হয়রানির স্মিকার হয়েছেন। তিনি বিডিও ম্যাডাম দেবলীনা দাসকে বিষটি জানিয়েছেন। সকলে বৈঠক করে পরে ওই শিবির করবেন। ত্রিশ তারিখ পুরসা হাসপাতালে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আসতে বলা হয়। সেই মতো এলাকার সদস্যদের দিয়ে ও মাইকিং করে প্রচার করে পঞ্চায়েত কতৃপক্ষ। তবে এখানে এসে তারা জানতে পারেন শুধুমাত্র দুয়ারে সরকারে আবেদন করা প্রতিবন্ধীদের সার্টিফিকেট দেওয়া হবে। আর এর জেরেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। তারাই জানাই, গলসি ১ নং ব্লকে কোন প্রতিবন্ধী ক্যাম্প করেননি বিডিও দেবলীনা দাস। বিডিও অফিসের এমন গাফিলতির জন্য চরম হয়রানিতে পরতে হয় এলাকার পঞ্চায়েত প্রধান, সদস্য ও শতশত প্রতিবন্ধীদের। তবে গলসি ১ নং ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায় জানান কিছু ভুল বুঝাবুঝির বা কিছু খামতির জন্য এমন হয়েছে। তাছাড়াও এদিন পরিসেবা দেওয়ায় পর্যাপ্ত পরিমান ডাক্তাবাবু এদিন আসতে পারেননি। খুব শিঘ্রই বেশি সংক্ষক ডাক্তার বাবুদের নিয়ে প্রতিবন্ধীদের সুবিধার্থে ওই শিবির করা হবে।