ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন শিক্ষিকা শবরী বসু চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর…..ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুর শহরের বিবেকানন্দ নগরের বাসিন্দা,বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শবরী বসু চৌধুরী। নিজের সপ্তদশ বিবাহ বার্ষিকীর দিন স্বামী শিক্ষক স্নেহাশিস চৌধুরীর বিশেষ উৎসাহে এই কাজটি করলেন শবরী বসু চৌধুরী। ক্যান্সার আক্রান্ত রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন “মদত” ট্রাস্টের মাধ্যমে তিনি এই কাজটি করলেন। শুক্রবার গাইড লাইন মেনে স্বামী স্নেহাশিস চৌধুরীর সক্রিয় সহযোগিতায় নিজের মাথার চুলের ১৮ ইঞ্চি কেটে সেটাকে কুরিয়ার করে পাঠিয়ে দিলেন মদত ট্রাস্টের কাছে। যেসব ক্যানসার রুগীদের কেমোথেরাপি চিকিৎসায় মাথার চুল উঠে যায়, তাদের পরচুলার জন্য মাথার চুলের প্রয়োজন হয়। শবরী বসু ক্যান্সার রোগীদের পরচুলার জন্য নিজের মাথার শখের লম্বাচুলের সিংহভাগই কেটে বিনুনি করা অবস্থায় পাঠালেন ‘মদত’ ট্রাস্টে। তাঁর এই কাজে তিনি পাশে পেয়েছেন নিজের পরিবারকে। মায়ের এই কাজে খুশি শবরী বসুর দুই ছেলে সোমসপ্তক চৌধুরী ও সান্দ্রস্নিগ্ধ চৌধুরী।

    মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্যা শবরী বসু জানান, তাঁর মাথার এই চুল যদি ক্যানসার আক্রান্তদের সাহায্যে আসে তাহলে তিনি নিজেদের ধন্য মনে করবেন।আগামী দিনেও তিনি এভাবে মানুষের পাশে থাকতে চান।পাশাপাশি তিনি একাজে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য গতবছর এই শিক্ষক দম্পতি তাঁদের বিবাহ বার্ষিকীতে নিজেদের বাড়িতেই রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন।