আজ থেকে শুরু ভাঙ্গড় বইমেলা

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বইয়ের প্রতি মানুষের ভক্তি ক্রমশই কমছে। ইলেক্ট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ দিনের পর দিন খবর- বিনোদন থেকে শুরু করে একের পর এক খবরা খবর দেখছেন। মোবাইলের স্কিন কিম্বা টিভির পর্দায়। বইয়ের প্রতি আসক্তি ক্রমশ কমছে, বিগত দিনগুলিতে বংশ পরম্পরায় আমরা এই বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে আসছি। সে ক্ষেত্রে আজ বইয়ের পাট চুকিয়ে ইলেক্ট্রনিক্স মিডিয়ায় চোখ-কান রেখে চলেছে যুবসমাজ। আর তাতেই বাড়ছে প্রতিনিয়ত একের পর এক অসুখ- বিশুক।

    আজ থেকে ভাঙ্গড় মহাবিদ্যালয় প্রাঙ্গণে বই মেলার সার্বিক উন্নতির কামনার্থে বইমেলায় সকলকে বই কেনার আহ্বান জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলার তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী শওকত মোল্লা। উপস্থিত ছিলেন ভাঙ্গড় বিধানসভার প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম,ব্লক সভাপতি কাইজার আহমেদ,দুইটি ব্লকের বিডিও, দীপ্তি ধর মজুমদার ও কার্তিক চন্দ্র রায়,একাধিক প্রধান, জনপ্রতিনিধি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ বিশিষ্ট সমাজসেবক। বিশেষ করে বই পড়া- বই কেনার কথা তিনি সকলের কাছে ব্যক্ত করেন।