|
---|
নিজস্ব সংবাদদাতা : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে 8 আগস্ট অর্থাৎ, সোমবার সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসের হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই । সমন পেয়ে রবিবারই কলকাতার চিনার পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তবে আগামিকাল সিবিআই-এর সমনে নিজাম প্যালেসে তিনি হাজিরা দেবেন কি না, সে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে ৷অনুব্রত একদিন আগে কলকাতায় চলে এলেও তাঁর সিবিআই হাজিরা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে ৷ বাড়ি থেকে তাঁর প্রয়োজনীয় ওষুধ, কাগজপত্র-সহ খাদ্য সামগ্রী নিয়েছেন তিনি ৷ শোনা যাচ্ছে, চিকিৎসার কারণেই কেষ্ট নাকি কলকাতায় এসেছেন ৷ বিশেষ সূত্রে খবর, রবিবার তাঁর আইনজীবীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি ৷ এর আগেও অসুস্থতার জন্য একাধিকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল । এবারেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছ সিবিআই । জানা গিয়েছে, ধৃতকে জেরা করে অনুব্রত-ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ও বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানের নাম উঠে এসেছে । তাছাড়াও বীরভূমের সিউড়ি ও নানুরে তাঁদের বাড়িতে হানা দিয়ে বহু তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারেরা । তারপরেই ফের অনুব্রত মণ্ডলকে তলব করা হয়। তাঁকে জেরা করে উদ্ধার হওয়া তথ্যগুলি যাচাই করতে পারেন অফিসারেরা, এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে।