|
---|
নিজস্ব সংবাদদাতা : কলকাতা জাদুঘর-কাণ্ডের হামলাকারী জওয়ান অক্ষয় মিশ্রকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। শনিবার জাদুঘর চত্বরে অক্ষয়ের ছোড়া গুলিতে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান মারা গিয়েছেন। জখম হয়েছেন আরও একজন। প্রাথমিক ভাবে অক্ষয়ের গুলি চালানোর কারণ হিসেবে তাঁর দীর্ঘ মানসিক অবসাদের কথা বলা হলেও পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ঠিক কী কারণে, কেন, কখন হামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষয়।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কিট স্ট্রিটে এমএলএ হস্টেলের উল্টো দিকে কেন্দ্রীয় বাহিনীর ব্যারাকে আচমাকই গুলি চলে। পরে জানা যায় অক্ষয়কুমার মিশ্র নামে এক কেন্দ্রীয় শিল্প নিরাপত্তারক্ষী বাহিনী (সিআইএসএফ)-এর এক জওয়ান একে-৪৭ নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেছেন জাদুঘর চত্বরে। তাঁর ছোড়া গুলিতে রঞ্জিতকুমার সারেঙ্গি নামে অন্য এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হয়। জখম হন আরও একজন। গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় পুলিশের গাড়িও।গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় কলকাতা পুলিশের বাহিনী। বুলেটপ্রুফ জ্যাকেটের নিরাপত্তা নিয়ে তাঁরা জাদুঘর চত্বরে শুরু করেন অপরেশন মোজো—হামলাকারী সশস্ত্র জওয়ানকে থামানোর প্রক্রিয়া।প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর অক্ষয়কে গ্রেফতার করা সম্ভব হয়। তাঁকে নিয়ে নিউমার্কেট থানায় নিয়ে আসে পুলিশ। তবে গ্রেফতার হয়েও অক্ষয়ের মুখে কোনও উদ্বেগ দেখা যায়নি। বরং পুলিশের গাড়িতে বসে কিছুটা নির্লিপ্ত ভাবেই হাত নাড়তে দেখা যায় তাঁকে। রবিবার সকালে তাঁকে নিউ মার্কেট থানা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতে তোলা হয়, তার পরই নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে অক্ষয়কে আদালতে হাজির করা হলে, তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।