কৌনিক বৃত্তের স্কেল চোরাপথে বিক্রির সময় গ্রেফতার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী

দিনাজপুর: প্রায় ৩০০ বছর পুরোনো সেক্সট্যান্ট নেভিগেশন অর্থাৎ জাহাজে নাবিকের কাজে ব্যবহৃত কৌনিক বৃত্তের স্কেল চোরাপথে বিক্রির সময় পুলিশের জালে গ্রেফতার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের রাসবিহারী মার্কেট এলাকা থেকে নিরঞ্জন কীর্ত্তনীয়া নামে মুর্শিদাবাদের বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ।

    ওই রাতে রাসবিহারী মার্কেট এলাকায় একটি দুষ্প্রাপ্য জিনিস হাতে ওই ব্যক্তিকে ঘিরে ভিড় জমে যায় । অনেকের সেটি আসলে কি বস্তু তা বোধগম্য না হলেও জিনিসটি যে দুষ্প্রাপ্য তা মনে হওয়ায় পুলিশে খবর দেন । পুলিশ ওই ব্যক্তিকে রাতে থানায় নিয়ে গিয়ে জিনিসটি পরখ করে তার কাছ থেকেই জানতে পারে সেটি প্রায় ৩০০ বছর আগে সাগরে জাহাজের দিক নির্ণয়ের জন্য নাবিকেরা ব্যবহার করতেন। শুধু তাই নয় , ওই বিশেষ যন্ত্রের কংক্রিটের দেওয়াল ভেদ করে স্পষ্ট ছবি তোলার ক্ষমতা আছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে। ওই যন্ত্রটিকে পাচারের উদ্দ্যেশ্যেই রায়গঞ্জ আনা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।এই ঘটনা সামনে আসতেই গোটা শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।কিভাবে ওই যন্ত্রটি রায়গঞ্জের মত জায়গায় আসল সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।