|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশকে, রাজধানী দিল্লিকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার, হুমকি ইমেল পাঠালো ‘তেহরিক-ই-তালিবান’। জানা গেছে, বেশ কয়েকটি সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের কাছেও ওই একই ই-মেল এসেছে। ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লিতে ও রাজ্যের সীমান্ত এলাকাগুলিতে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। রেলস্টেশন, মেট্রো স্টেশন, শপিং মল দর্শনীয় স্থান থেকে শুরু করে সমস্ত গেস্ট হাউস, হোটেলগুলির উপর কড়া নজর পুলিশের। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সর্বত্র। কাজে লাগানো হচ্ছে পুলিশ কুকুরকেও। প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।