|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: এবার সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিল রাশিয়া। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান “অস্তিত্ব বিপন্ন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। দেখুন, জাতীয় নিরাপত্তা নিয়ে আমাদের যে নীতি বা ধারণা রয়েছে তা সবাই জানে। এবং সেখানে আঘাত এলে আণবিক অস্ত্র ব্যবহারের যথেষ্ট কারণ থাকতে পারে।”
পেসকভের এই মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। কারণ, রাশিয়া পরমাণু হামলা চালালে আমেরিকা প্রত্যাঘাত করবে। এবং তা হলে তৃতীয় বিশ্বযুদ্ধে গোটা দুনিয়াই কার্যত ধ্বংস হয়ে যাবে।
উল্লেখ্য, লড়াই শুরু হওয়ার পরই রুশ নিউক্লিয়ার ফোর্সকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকদিন আগেই আমেরিকা আশঙ্কা প্রকাশ করেছে যদি যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয়, তাহলে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতেও পিছপা হবে না রাশিয়া।