রামপুরহাট অগ্নিকাণ্ড: স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ কলকাতা হাইকোর্টের; “আগামীকাল নিজে যাবো রামপুরহাট” ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: রামপুরহাট অগ্নিকাণ্ড ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করলো কলকাতা হাই কোর্ট। বুধবার দুপুর দু’টোয় মামলার শুনানি। এদিন হাই কোর্টে কাজ শুরুর পরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সরকারি কৌঁসুলিকে এজলাসকে ডেকে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের কথা জানিয়ে দেন প্রধান বিচারপতি।

    অন্যদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে আগামিকাল রামপুরহাট যাওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন “রামপুরহাটে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। কিন্তু সরকারকে বদনাম করতে একদল মানুষ চক্রান্ত করে চলেছে। যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা ছাড় পাবে না। গতকাল এই ঘটনা ঘটার পর আমি কম করে ৫০ বার ফোন করেছি। সঙ্গে সঙ্গে ওসিকে সরিয়ে দিয়েছি। এসডিপিও-কেও সরানো হয়েছে। সিট গঠন করেছি। ডিজি নিজে আছেন। ফিরহাদ হাকিম রয়েছে। আগামিকাল নিজে যাব রামপুরহাটে।”