ছিলেন রুশ আগ্রাসনের বিরোধী; পদ থেকে সরে দাঁড়ালেন পুতিনের উপদেষ্টা অ্যানাতলী চুবেইস

নতুন গতি নিউজ ডেস্ক: ইউক্রনে রুশ আগ্রাসনের ঘোর বিরোধী ছিলেন তিনি। তাই পদ থেকে সরে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা অ্যানাতলী চুবেইস। সম্ভবত রাশিয়াও ছাড়ছেন তিনি। এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

    মস্কোর তরফে পদত্যাগের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ জানিয়েছেন, “সময়ের আগেই স্বেচ্ছায় অবসর নিলেন অ্যানাতলী চুবেইস। বুধবার পদত্যাগপত্র জমা করেছেন তিনি। কিন্তু তিনি দেশ ছেড়েছেন কিনা তা আমরা জানি না।”