|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বিজেপির স্বপ্ন বিফলে, মিম-টিআরএস জোট করে দখল করে নিল হায়দরাবাদকে। শুক্রবার চলছে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের গণনা। দেশের অন্যতম বড় নিগর নিগম হল জিএইচসিএম। লড়াই মোট ১৫০ আসনে। তার মধ্যে ১৪৯টি আসেন প্রার্থী দিয়েছে বিজেপি। এদিন ভাগ্য নির্ধারণ ১ হাজার ১২২ জন প্রার্থীর। নির্বাচনে দেখা গিয়েছিল তীব্র প্রতিযোগিতা। প্রাথমিকভাবে পিছনে পড়ে গেলেও আপাতত সামনের সারিতে TRS। তবে প্রথমে রয়েছে KCR-এর দল। একই সঙ্গে, দ্বিতীয় নম্বরে বিজেপি এবং এইআইএমআইএমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জারি রয়েছে।
প্রথমদিকে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে গেলেও ধীরে ধীরে সেই জায়গা দখল করথে টিআরএস। আর সমানে সমানে লড়াইয়ে পদ্মশিবির ও ওয়েইসির দল। এখনও পর্যন্ত ১৫০ টি আসনের ১২১ টির ফলাফল সামনে এসেছে। তাতে TRS-এর দখলে রয়েছে ৪৬ আসন। AIMIM পেয়েছে ৪১ আসন এবং বিজেপির ঝুলিতে ৩২ আসন। তবে কংগ্রেস কেবলমাত্র ২ আসন পেয়েছে।
গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন (জিএইচএমসি) দেশের বৃহত্তম পৌর কর্পোরেশনগুলির মধ্যে একটি। এই মিউনিসিপাল কর্পোরেশন হায়দরাবাদ, মেডচাল-মালকাজগিরি, রাঙ্গারেডি এবং সাঙ্গারেদী সহ ৪ টি জেলা নিয়ে রয়েছে। তেলঙ্গানায় ৫ টি লোকসভা আসন রয়েছে এবং পুরো অঞ্চলটি ২৪ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই কারণেই কেসিআর থেকে বিজেপি, কংগ্রেস এবং ওয়েইসির গ্রেটার হায়দরাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে প্রতিটা দল। এই নির্বাচনে মোট ৪৬.৫৫% ভোটদান হয়েছে। ২০০৯ সালের হায়দরাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনে, ৪২.০৪ শতাংশ জনগণ, ২০১৬ সালে অনুষ্ঠিত পৌর কর্পোরেশন নির্বাচনে ৪৫.২৯ শতাংশ ভোট দিয়েছিলেন। তবে এবার বিগত ২ নির্বাচনের চেয়ে বেশি ভোটগ্রহণ রেকর্ড করা হয়েছে।