মনিপুরে নারকীয় ঘটনার প্রতিবাদে ধিক্কার ও প্রতিবাদ মিছিল বারাসাত-২ নং ব্লকে

বিশেষ প্রতিবেদন,হাড়োয়া : বিজেপি শাসিত মনিপুর রাজ্যে মহিলাদের উপর অমানবিক অত্যাচার, জাতিদাঙ্গা ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। মনিপুরের নারকীয় ঘটনায় তৃণমূল কংগ্রেস দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে প্রতিবাদের ঝড় উঠেছে। বৃহস্পতিবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত-২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কীত্তিপুর-১,ও কীত্তিপুর -২ অঞ্চলের উদ্যোগে ধিক্কার ও প্রতিবাদ মিছিল খড়িবাড়ি ও লাঙ্গলপোতা ধিক্কার ও প্রতিবাদ কর্মসূচিতে জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ও পুনঃনির্বাচিত জেলা পরিষদের সদস্য একেএম ফারহাদ বলেন যেভাবে নিরীহ মানুষের উপর ডবল ইঞ্জিনের সরকার অত্যাচার চালিয়েছে, তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এই মিছিল থেকে। আগামী দিনে দেশের শান্তি,সম্প্রীতি, উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় সরকারের প্রয়োজন বলে দাবি জানানো হয়। বারাসাত -২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ এর নেতৃত্বে এখানে তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধভাবে লড়াই জারী রাখবে।ভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান আলি,এসরাইল,সাহাবুদ্দিন, কাশেম, আরসাদ আলি মোল্লা, মামনি মুখার্জি,সেখ মহিউদ্দিন আহমেদ,রাজ্জাক মল্লিক, হাজী মেসবাহউদ্দিন, সেলিম, সহিদ,স্বপন ঘোষ প্রমুখ।