| |
|---|
নিজস্ব প্রতিনিধি : ৬ নভেম্বর বৃহস্পতিবার হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের মামুদপুর রাসমেলা প্রাঙ্গণে মামুদপুর তরুণ সংঘের ব্যবস্থাপনায় ৭৯তম রাসযাত্রা উৎসবে ধনিয়াখালি লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্জ্বলন করে রক্তদান শিবির উদ্বোধন করেন গুড়াপ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী নিরন্তরা নন্দ।
বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, রিজিওনাল চেয়ারপার্সেন্ট হুগলির সোমনাথ চক্রবর্তী ,ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সভাপতি দীপক সিকলি, প্রাক্তন সভাপতি শুভাশিস মুখার্জি ,লায়ন নবকুমার কোলে ,বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে ,লায়ন বিমল দাস ছাড়াও লায়ন সাগর দত্ত, লায়ন নিশাপতি দে প্রমূখ। ২৯জন মহিলা সহ মোট ১৫০ জন রক্ত দান করেন। বিশেষ উল্লেখ্য ,৮ নভেম্বর শনিবার লায়ন্স ক্লাব ধনিয়াখালীর উদ্যোগে মামুদপুর রাসমেলা প্রাঙ্গনে স্বাস্থ্য ও সচেতনা শিবির অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত। রিজিওনাল চেয়ারপার্সন সোমনাথ চক্রবর্তী ও প্রাক্তন সভাপতি লায়ন শুভাশিস মুখার্জি জানান ,এই সংগঠন প্রতিবছর বিভিন্ন জায়গায় রক্তদান ও স্বাস্থ্য শিবির ছাড়াও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে। সমগ্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করেন শুভাশিস মুখার্জি।


