|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক:ফের মানবিকতার নজির গড়লেন পূর্ব বর্ধমান জেলার মেমারির স্বপ্ন ফাউন্ডেশন।পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার সমষপুরের 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহিম শেখ এর ছয় বছরের পুত্র ব্লাড ক্যান্সার আক্রান্ত। নাম মইনুল শেখ।
ছোট্ট মইনুল দুরারোগ্য ব্লাড ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তাই চিকিৎসা করাতেই হবে। কিন্তু অভাবের সংসারে চিকিৎসা করার মতো টাকা নেই।
করোনার প্রকোপে কয়েক মাস ধরে লকডাউনের জেরে মইনুলের পরিবারে অর্থাভাব আরও বেড়েছে। তাই ছেলের চিকিৎসার জন্যও টাকা জোগাড় করতে পারছেন না তাঁরা।
ঠিক সেই সময় সাক্ষাৎ ভগবান এর মত এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালেন মেমারির স্বপ্ন ফাউন্ডেশন।
বিশিষ্ট সমাজসেবী রাম শংকর চক্রবর্তীর অনুপ্রেরণায়, সেখ সৈকত, শোভন চৌধুরী, ইমরান মন্ডল আলিম সেখ,আক্তার শেখ, শেখ আউলিয়া ও হাসান শেখ এর উপস্থিতিতে ইব্রাহিম শেখ এর বাড়িতে গিয়ে নগদ 10 হাজার টাকা পরিবারটি হাতে তুলে দেন এবং ভবিষ্যতে যাহাতে আবার সাহায্য করতে পারেন, তার আশ্বাস দেন।
এই আর্থিক সাহায্য পেয়ে ছেলের চিকিৎসার জন্য কিছুটা হলেও আশার আলো দেখছেন পরিবারটি,, এবং স্বপ্ন ফাউন্ডেশন আকাশে তারা কৃতজ্ঞ,, এমনটাই জানানো হয় পরিবারের তরফ থেকে।
স্বপ্ন ফাউন্ডেশন এর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী এবং আমাদের চ্যানেল এর পক্ষ থেকেও স্বপ্ন ফাউন্ডেশন কে অনেক অনেক শুভেচ্ছা জানায়।
আমাদের চ্যানেল এর পক্ষ থেকে ছোট মইনুলের দ্রুত আরোগ্য কামনা করি।
অতনু ঘোষ ও সত্য নারায়ন সিকদারের রিপোর্ট, পূর্ব বর্ধমান