| |
|---|
নূর আহমেদ : মেমারি ১৪ নভেম্বর। কনক দাস। এক অসহায় বৃদ্ধা মহিলা ভিক্ষুক বিগত ৭/৮ মাস ধরে মেমারি রেলস্টেশনে ভিক্ষা করে দুমুঠো অন্ন জোগাড় করে। এর আগে অসহায় বৃদ্ধা মহিলাকে মেমারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কয়েককটি স্বেচ্ছাসেবী সংস্থা দেখাশুনো করেছিল। সেই ভিক্ষুক কনক দাস মেমারি রেলস্টেশনে আর্থিক প্রতারণার শিকার হলেন। জানা যায় মেমারি সুলতানপুর রেলগেট নিবাসী রবীন বৈরাগী পেশায় ঝালমুড়ি বিক্রেতাকে কনক দাস তাঁর ভিক্ষা করে উপার্জিত টাকা দাফায় দফায় রাখতে দিত নিরাপত্তার কারণে।
কনক দাসের দাবী প্রায় ১২ হাজার টাকা ঝালমুড়ি বিক্রেতা রবীন বৈরাগীকে রাখতে দিয়েছিল। কিন্তু, বেশ কয়েকদিন ধরে সে স্টেশনে না আসায় সন্দেহ হয়। আশেপাশের লোকজনদের কে জানালে, তাঁরা খোঁজ নিয়ে জানতে পারে ওই টাকা সে খরচা করে দিয়েছে।
শুক্রবার সকালে রবীন বৈরাগী স্টেশনে এলে এ নিয়ে বচসা হয় এবং সে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ঘটনার সময় মেমারি স্টেশনে থাকা জিআরপি জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এই ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।


