শিক্ষার্থী সপ্তাহে সৃজনশীলতার উৎসব: ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসায় অঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা

শিক্ষার্থী সপ্তাহে সৃজনশীলতার উৎসব: ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসায় অঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা

 

    মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, কালিয়াচক: শিক্ষার্থী সপ্তাহ উপলক্ষে কালিয়াচক–১ নম্বর ব্লকের অন্তর্ভুক্ত ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসা-য় দিনভর চলল নানা শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি। অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবি হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে।

     

    প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি এবং অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি—এই দুই বিভাগে ভাগ করে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় প্রায় ৫০ জন প্রতিযোগী–প্রতিযোগিনী অংশ নেয়। রঙ ও কল্পনার মেলবন্ধনে শিক্ষার্থীরা ফুটিয়ে তোলে তাদের ভাবনা, যা অনুষ্ঠানের পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত।

     

    অনুষ্ঠানের সার্বিক তদারকিতে ছিলেন শিক্ষক–শিক্ষিকারা—জয়ীতা রায়, শুভপম নাগ, গোপাল রায় ও মাওলানা তাজমুল হক প্রমুখ। তাঁদের সুচারু ব্যবস্থাপনায় প্রতিযোগিতাগুলি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

     

     

    মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক মোহা সাফিকুল আলম জানান, ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরিত শুভেচ্ছা বার্তা ছাত্রছাত্রীদের পাঠ করে শোনানো হয়। পাশাপাশি ‘বুক ডে’ পালনসহ শিক্ষার্থী সপ্তাহের প্রতিদিনের নির্ধারিত কার্যক্রম নিয়ম মেনেই অনুষ্ঠিত হচ্ছে। এতে পড়ুয়াদের মধ্যে শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

     

    শিক্ষক মহলের মতে, এ ধরনের প্রতিযোগিতামূলক ও সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, ভাষাগত দক্ষতা এবং শিল্পচেতনা গড়ে তুলতে সহায়ক। শিক্ষার্থী সপ্তাহের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সর্বাঙ্গীণ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে।

    নতুন গতি

    News Publication