|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ২০ শে জুন গোটা পৃথিবী জুড়ে পালিত হয় রিফিউজি বা শরণার্থী দিবস। এই দিনটিকে নিজের শিল্পকর্মের সাহায্যে ফুটিয়ে মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকার বাসিন্দা, মেদিনীপুর সদরের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক দিব্যেন্দু সাহা।দিব্যেন্দুবাবু একটি অশ্বত্থ পাতা কেটে তার মাঝখানে ফুটিয়ে তুলেছেন শরণার্থীদের প্রতীকী ছবি।তাঁর তৈরি সেই শিল্প কর্মের ছবি তিনি ফেসবুকে শেয়ার করেছেন। সেখানে কমেন্ট করে তাঁর শিল্প সৃষ্টির প্রশংসা করেছেন তাঁর গুণগ্রাহীরা।দিব্যেন্দুবাবু বরাবরই এইরকম কাগজে ছবি আঁকার পাশাপাশি কালোজিরা,লতাপাতা,পেরেক সহ নানা দ্রব্য দিয়ে তিনি নানা শিল্পকর্ম তৈরি করে থাকেন। শনিবারও তিনি কালোজিরা দিয়ে প্রতিকৃতি এঁকে প্রয়াত মিলখা সিংকে শ্রদ্ধা জানিয়েছেন।