আবার একইভাবে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজির প্রশ্নও ভাইরাল

আতাউল্লাহ আহমেদ, নতুন গতি ডেস্ক:

    আবারও একইরকমভাবে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজির প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজকেও তার রেহাই নেই পরীক্ষা শুরুর ঠিক কিছুক্ষনের মধ্যেই প্রশ্নপত্র মোবাইলে ঘুরপাক খাচ্ছে। কেন এরকম হচ্ছে, পরীক্ষা সেন্টারে মোবাইল ব্যবহার নিষিদ্ধ হলেও এই রাক্ষসী প্রথা থেকে রেহাই পাওয়া মনে হচ্ছে সোনার পাথর বাতির মতোই।

    গতকাল একইভাবে পরীক্ষার প্রথম দিনও এরকম হয় কিন্তু পরীক্ষা নিয়ামক স্বীকার করলেও পরীক্ষা বাতিল হবে না বলে জানিয়ে দেন। যদিও কেন ভাইরাল হলো বা কিভাবে ভাইরাল হলো সেটা জানতে বিধাননগরে সাইবার ক্রাইমে কেস করা হয়েছে। তার সুরাহা না হতেই দ্বিতীয়প্রশ্ন পত্র আউট।

    হয়তোবা অনেক মনে করছেন স্কুলগুলোর সচেনতনতার অভাবেই হয়তো ছাত্ররা মোবাইল নিয়ে রুমে প্রবেশ করছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখে বলতে চাইছেন যে এর সুরাহা পেয়ে হলে স্কুল চত্বরগুলোতে নেটওয়ার্ক বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে।