সাম্প্রদায়িক এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক পি ওয়াই এফ এর

জাকির হোসেন, মগরাহাট:

    দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট ব্লক এ জিংকের হাটে প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে সংখ্যালঘু বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। হিংসা বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়। সংগঠনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন আজ দেশের গণতন্ত্র হরণ করা হচ্ছে। বাংলা তথা দেশকে মধ্যে বিভেদ সৃষ্টি করে গেরুয়া করণ ও ধর্মীয় মেরু কারণ করার চেষ্টা করা হচ্ছে ।বিশেষ করে তফশিলি জাতি উপজাতি দলিত আদিবাসী সংখ্যালঘুরা আজ নির্যাতিত ,সরবতো দিক দিয়ে বঞ্চিত সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সংবিধান ও গণতন্ত্র বিপন্ন কারীদের বিরুদ্ধে একত্রিত হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বাংলা তথা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই।


    এদিনে বক্তব্য রাখেন দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি ও বিশিষ্ট শিক্ষক জাকির হোসেন মোল্লা বলেন শিক্ষা চেতনা সেবা সম্প্রীতি এই মূলমন্ত্রে আমরা সারা বাংলা জুড়ে বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। মানব সেবায় অধিকার রক্ষায় এগিয়ে আসি আমরা সবাই এটাই হলো আমাদের মূল স্লোগান ।বিশিষ্ট সমাজকর্মী পি ওয়াই এফ এফ জেলা পর্যবেক্ষক আব্দুল মাতিন বলেন আমরা সমস্ত কিছু বরদাশ্ত করতে পারি। কিন্তু দেশের স্বার্থে মানুষের স্বার্থে কোনরকম অরাজকতা হিংসা বিদ্বেষ আমরা কোনো মতেই বরদাশ্ত করব না ।আগামী লোকসভা নির্বাচনে তার উপযুক্ত জবাব আমরা দেব। বিশিষ্ট সমাজকর্মী রধেসাম তথা আব্বাজান বলেন বাংলা রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস নেতাজির বাংলা সম্প্রীতির বাংলা ।সম্প্রীতি মধ্য দিয়েই আমরা জীবন যাপন করতে চাই। এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি সাহেব আলী ,হাসিবুর রহমান জেলা সম্পাদক মিজানুল হক সাদেক আলী,রফিক, সমগ্র অনুষ্ঠানটি মূল আয়োজক ও পরিচালনা করেন জেলা সহ-সভাপতি মীর কাসেম অঞ্চল সভাপতি আজগার সাহেব রফিক জমাদার হাফিজ শেখ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।