|
---|
মহঃ জামালউদ্দিন,নতুন গতিডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থেকে ৭২ হাজার চারশো টি রাইফেল কিনতে চলেছে ভারত ।এই রাইফেলের দাম পড়বে,৭০০কোটি টাকা।
ভারতীয় সেনাবাহিনী রাইফেল ব্যবহার করে, ৫.৫৬×৪৫ এস এম ইনসাফ রাইফেল।এই রাইফেল গুলো পুরাতন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থেকে তাই অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিনতে হচ্ছে ভারতকে।দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই অত্যাধুনিক রাইফেল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ও একাধিক ইউরোপিয়ান দেশ ব্যবহার করে৷ সম্প্রতি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসল্ট রাইফেল খুব শীঘ্রই ভারতকে বিক্রি করবে বলে ,জানা যাচ্ছে আমেরিকা ।