বামনগোলা ব্লকের জগদলা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এক নির্বাচনী যুব সম্মেলন

বামনগোলা ব্লকের জগদলা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এক নির্বাচনী যুব সম্মেলন

    মালদা: মালদা জেলায় ২০২১বিধানসভা নির্বাচন শুরু হতে হাতে গোনা কয়েক দিন।আর তার আগেই বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে জোর কদমে মাঠে নেমে পড়েছে। কাল বৃহস্পতিবার হবিবপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা ব্লকের জগদলা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এক নির্বাচনী যুব সম্মেলন অনুষ্ঠিত হয় বামনগোলা ব্লকের সিমলা হাটখোলা প্রাঙ্গনে। হবিবপুর ৪৩(তপঃ:উপ) বিধানসভা কেন্দ্রর তৃণমূল কংগ্রেসের প্রাথী প্রদীপ বাক্সে সমর্থনে এদিন এই যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের এই কর্মী সম্মেলন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস।এই কর্মী সম্মেলন বিজেপির একহাত নেন জেলা সভাপতি। এদিনের এই কর্মসূচিতে প্রসেনজিৎ দাস ছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রাথী প্রদীপ বাক্সে, বামনগোলা ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার, সহ-সভাপতি সুজয় সাহা, সুজিত মন্ডল ,বামনগোলা ব্লক তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস,বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার,সহ তৃনমূল কংগ্রেসের অনান্য নেতৃত্ব ও কর্মীরা।