| |
|---|
খান আরশাদ, বীরভূম:
রাজনৈতিক লড়াইয়ের উর্ধ্বে উঠে এক মানবিক মুহূর্তের সাক্ষী থাকল বীরভূম। দিল্লির কর্মস্থল থেকে তথাকথিত ‘বাংলাদেশি’ তকমা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালী বিবির সদ্যোজাত পুত্রের নামকরণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিশুটির তিনি নাম রাখলেন ‘আপন’।
উল্লেখ্য দিল্লিতে কর্মরত অবস্থায় বাংলা ভাষায় কথা বলার কারণে সোনালী বিবি ও তাঁর পরিবারকে বিজেপি সরকারের রোষানলে পড়তে হয়। গর্ভাবস্থায় থাকাকালীন তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে সীমান্ত পার করে দেওয়া হয়েছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সাংসদ সামিরুল ইসলাম সহ দলের কর্মীদের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের সসম্মানে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। তৃণমূলের প্রতিনিধি দল এমনকি বাংলাদেশে গিয়েও আইনি লড়াইয়ে সহযোগিতা করেন।
বীরভূমের সভার দুই দিন আগে সোনালী বিবি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেন। মঙ্গলবার সভা শেষ করে প্রোটোকল মেনে সরাসরি হাসপাতালে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোনালী বিবির সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন। পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলে তিনি নবজাতকের নাম রাখেন ‘আপন’। পরিবারের সদস্যদের কষ্টের কথা স্মরণ করে অভিষেক আবেগপ্রবণ হয়ে পড়েন এবং শিশুটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এদিন সভামঞ্চ থেকেও কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনআরসি বা পুশব্যাক রাজনীতির নামে সাধারণ মানুষকে হেনস্থার বিরুদ্ধে তিনি সোচ্চার হন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি তুলে ধরে তিনি মানুষের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সংবেদনশীল আচরণ সোনালী বিবির পরিবার ও স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।


