আধুনিক সুবিধায় সমৃদ্ধ PISV—এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন দিশা

সংবাদদাতা : হুগলী জেলার সর্বপ্রথম cbse অনুমোদিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠ – এর ৪০তম বর্ষের শিশু দিবস ও বাৎসরিক অনুষ্ঠান গত ১৪ই নভেম্বর অতি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্কুলের সম্মানীয় সভাপতি মহাশয় ও ইন্দিরা ট্রাস্ট এর চেয়ারম্যান শ্রী শান্তিময় দে, স্কুল ম্যানেজিং কমিটির ম্যানেজার শ্রী সমীর মুখার্জি, অফিসিয়েটিং প্রিন্সিপাল শ্রীমতী সোমা দেব। উপস্থিত থেকে এই অনুষ্ঠান টিকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন এলাকার মাননীয়া এমএলএ শ্রীমতি করবি মান্না, হরিপাল থানার ওসি অরূপ মণ্ডল, সিঙ্গুর মহামায়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাপসী পাল, এবং এক বিশিষ্ট সাংবাদিক নৌসাদ আলি মল্লিক সহ বিশিষ্টজনেরা। সারাদিন ধরে নৃত্য, সংগীত, আবৃত্তি, বাংলা ও ইংরেজি নাটক, কীবোর্ড ও গিটার পরিবেশনা, ক্যাসিও প্লেয়িং, ক্যারাটে ও যোগা সহ নানা সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে ছাত্র-ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অতিথিদের উৎসাহ, শিক্ষক – শিক্ষিকাদের নিষ্ঠা এবং শিশুদের উচ্ছ্বাস সব মিলিয়ে সম্পূর্ণ দিনটি পরিণত হয় এক আনন্দমুখর, সফল ও স্মরণীয় অনুষ্ঠানে।

    শিক্ষা ও চরিত্র গঠনে পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠ আজ একটি অত্যাধুনিক ও সম্পূর্ণ সুবিধাসম্পন্ন বিদ্যালয় হিসেবে পরিচিত। এখানে রয়েছে—সুলভ ফি, উচ্চমানের একাডেমিক শিক্ষা, পরিবেশবান্ধব ক্যাম্পাস, স্মার্ট বোর্ডে শিক্ষাদান, আধুনিক পরিকাঠামো, বৃহৎ লাইব্রেরি, স্কুল-পরবর্তী কোচিং, কঠোর প্রশাসনিক ব্যবস্থা, প্রশিক্ষিত শিক্ষক – শিক্ষিকাবৃন্দ, নিজস্ব স্কুল অ্যাপ, সরকারি নির্দেশিকা অনুযায়ী NEP ভিত্তিক শিক্ষা, বন্ধুসুলভ ও সহায়ক পরিবেশ, অনলাইন পেমেন্ট গেটওয়ে, বাড়ি থেকে পিকআপ ও ড্রপ সুবিধা। পাশাপাশি রয়েছে CCTV ও WiFi, সমৃদ্ধ কো – কারিকুলার কার্যক্রম, অ্যাডভেঞ্চার স্পোর্টস (আর্চারি), যোগ ও মেডিটেশন, সেল্ফ ডিফেন্স, ক্যারাটে, তাইকুন্ড এবং মার্শাল আর্টস প্রশিক্ষণ। বিশাল খেলার মাঠ, ক্যান্টিন সুবিধা এবং GPS-সমৃদ্ধ নিজস্ব স্কুল বাহন ব্যবস্থাও রয়েছে বিদ্যালয়ে। সর্বমোট এই সব সুবিধা ছাত্র-ছাত্রীদের সামগ্রিক বিকাশে বিশেষ ভূমিকা রাখছে এবং পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠ – কে এলাকার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেছে।