বিপ্লবী বটুকেশ্বর দত্ত ইতিহাস মেলা অনুষ্ঠিত হল জন্মস্থান ওঁয়াড়ি গ্রামে

    রোদ্দুর ইসলাম: মেমারি: ২০ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার ওঁয়াড়ি গ্রামে বিপ্লবী বটুকেশ্বর দত্তের ১১৬ তম জন্ম উৎসব উপলক্ষে ১৮, ১৯, ২০ নভেম্বর তিনদিন বিপ্লবী বটুকেশ্বর দত্ত ইতিহাস মেলা অনুষ্ঠিত হয় বিপ্লবীর জন্মভিটা ওঁয়াড়ি গ্রামে নির্মিয়মান পর্যটন কেন্দ্রে । বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মীবৃন্দের উদ্যোগে আয়োজিত এই ইতিহাস মেলায় তিনদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির, ইতিহাস আলোচনা সভা, আইনি সচেতনতা শিবির, বটুকেশ্বর দত্তের জীবনী ও কর্মকান্ড নিয়ে আলোচনা ও আলোকপাত প্রভৃতির সঙ্গে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি সাজো প্রতিযোগিতা, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, বই প্রকাশ অনুষ্ঠান এবং কবিতা পাঠের আসর প্রভৃতির আয়োজন করা হয় । এই ইতিহাস মেলার তৃতীয় তথা শেষ দিন দক্ষিণ দামোদর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পরিচালনায় কবিতা উৎসবের আয়োজন করা হয় । সংস্থার সভাপতি আকবর আলি, সম্পাদক সেখ হাসানুজ্জামান এর আহ্বানে প্রায় ত্রিশ জন কবি সাহিত্যিক তথা সংস্কৃতি প্রেমী ব‍্যক্তি উপরিউক্ত ব‍্যাক্তিবর্গ সহ মহম্মদুল হক, সদরুল আলম, শ‍্যামা প্রসাদ চৌধুরী, সেখ জাহাঙ্গীর, কাজী জুলফিকার আলি, সুফি রফিক উল ইসলাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, দুর্গাপদ রায়, দিলীপ যশ, কানাইলাল বিশ্বাস, স্বপন কুমার মন্ডল, সেখ মালেক জান, জিকরিয়া মন্ডল, সামিদ আলি, সৈয়দ হাসনে আরা, কেতকী মির্জা, মমতা বেগম মল্লিক, দেবারতি চন্দ্র, আঁখি দাস দে , আজিমুল হক, তরুণ কান্তি ঘোষ, নাজমুল হোসেন, হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় বিশিষ্ট সঞ্চালক শ‍্যামা প্রসাদ চৌধুরী সিংহভাগ সঞ্চালনার পরে হুমায়ুন কবীর ও সেখ জাহাঙ্গীর পরবর্তী পর্বে সঞ্চালনা করেন। তিনদিনের এই মহতী কর্মযজ্ঞে বটুকেশ্বর দত্ত স্মৃতি রক্ষা কমিটির কর্ণধার মধুসূদন চন্দ্রের নিকট জানা যায় তিনদিনের এই মহতী কর্মযজ্ঞ কে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে স্মৃতি রক্ষা কমিটির সদস্যবৃন্দ সহ খন্ডঘোষ সমষ্টি উন্নয়ন, খন্ডঘোষ পুলিশ স্টেশন, তথ্য ও সংস্কৃতি দপ্তর পঃ বঃ সরকার , খন্ডঘোষ পঞ্চায়েত সমিতি ও খন্ডঘোষ গ্রাম পঞ্চায়েত এবং রমজান একাডেমি বর্ধমান প্রভৃতি সহযোগিতা করেন সর্বস্তরে।