| |
|---|
শেখ সিরাজ : ৪৯ তম কোলকাতা আন্তর্জাতিক বই মেলা ২০২৬ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দুপুর দুটোয় বিশ্ব দর্পণ সাহিত্য পত্রিকা প্রকাশনীর ৬১৭ নম্বর স্টলে লেখনি সাহিত্য পরিষদ ও নব দিগন্তে সাহিত্য বিনোদনের উদ্যোগে সভাপতি ঝরনা দত্ত ও সহ-সভাপতি তপন কুমার সাহা র যুগ্ম সম্পাদনায় *লেখনি কলকাতা বইমেলা ২০২৬* আনুষ্ঠানিকভাবে প্রকাশিত করা হয়। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখনি সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা অমলেশ কুমার ঘোষ, _বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ_, যুগ্ম সহ-সভাপতি ডঃ পার্থপ্রতিম বিশ্বাস, বিশিষ্ট অভিনেতা ও বাচিক শিল্পী রাহুল সেনগুপ্ত, লেখিকা কাজরি ঘোষ, কবি সুমিত্রা সাহা, বিশিষ্ট বাচিক শিল্পী ও কবি মুনমুন চক্রবর্তী সেন, হরিদাস সরদার সহ আরো বিশিষ্ট জন। এদিনের সম্মানীয় অতিথিরা পত্রিকাটি মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে কবিতা, আবৃত্তি, সংগীত, ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি ভরপুর হয়ে ওঠে। বিশিষ্ট বাচিক শিল্পী মুনমুন চক্রবর্তী সেন, রাহুল সেনগুপ্তের আবৃত্তি, _শেখ সিরাজ_, মৌমিতা ঘোষ, অপর্ণা পাতর, মৌমিতা সরদার নস্করের কবিতা বেশ ভালো লাগে। অনুষ্ঠানে সংস্থার সভাপতি ঝর্ণা দত্তের *মনের বারান্দা কাব্যগ্রন্থ,ও ঝর্ণা দত্ত ও প্রসূন বিশ্বাসের *ভয় পেয়ো না বারণ,যৌথ ভৌতিক সংকলনটিও আনুষ্ঠানিকভাবে এই দিন প্রকাশিত করা হয়। মোট ২৩৬ জন লেখকের কবিতা, গল্প ও নিবন্ধ প্রকাশ করা হয়। ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই মনোজ্ঞ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ, আসাম ত্রিপুরা, বাংলাদেশ, হায়দ্রাবাদ, দিল্লি থেকে প্রায় শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী মুনমুন চক্রবর্তী সেন ও অমলেশ কুমার ঘোষ।


