জাতীয় ভোটার অধিকার দিবস উদ্ যাপন

নিজস্ব সংবাদদাতাঃ ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস উদযাপিত হল রাজ্যে। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগারওয়াল। উপস্থিত ছিলেন রাজ্যের সিনিয়র আইএএস অফিসার, রোল অবজার্ভারগণ । অনুষ্ঠানে সেরা বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।
পশ্চিমবঙ্গ থেকে মোট ৫৯৪ জন বিএলও ও ২৯৪ এইআরওকে সেরার সম্মান প্রদান করা হয়। হরিপাল বিধানসভা থেকে সেরা বিএলও হিসাবে পুরস্কার লাভ করেন নাজমুস সায়াদাত মন্ডল । নাজমুস পার্ট ৩৪ বাজেদিগরা বুথের বিএলও হিসাবে দায়িত্ব পালন করছেন। তাঁকে দুটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। ইতি পূর্বে তিনি ব্লক স্তরেও সেরা বিএলও পুরস্কার লাভ করেন। হরিপাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পারমিতা ঘোষের নিকট থেকে এই সম্মাননা লাভ করেন। নাজমুস সায়াদাত মন্ডল তাঁর এই পুরস্কার দেশের সমস্ত বিএলওদের উদ্দেশ্যে উৎসর্গ করেন । তিনি সাধারণ মানুষের প্রতি বার্তা দিয়ে বলেন, প্রত্যেক ব্যক্তি যেন তাঁদের সমস্ত তথ্য সংশোধন করে নেন। তাঁর মতে, এরফলে ভবিষ্যত প্রজন্ম অনেক ঝামেলা থেকে মুক্তি পাবে।
এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যে চলমান স্পেশাল ইনটেনশিভ রিভিশন বা এসআইআর-এর আতঙ্কে দিন কাটছে মানুষের। রাজ্যে মোট ভোটার প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকায় বাদ গেছে ৫৮ লক্ষ। আন-ম্যাপড্ ৩১ লক্ষের শুনানি শেষ হয়েছে। বর্তমানে তথ্যে অসঙ্গতির কারণে ১ কোটি ৩৬ লক্ষ মানুষকে শুনানির মুখে পড়তে হচ্ছে। বিস্তর এই গোলমাল ও বিক্ষোভের মুখে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বিএলওদের ভূমিকাও রয়েছে প্রশ্নচিহ্নের মুখে । মানুষের এমন হয়রানির আবর্তেই পালিত হল জাতীয় ভোটার অধিকার দিবস। স্বাভাবিকভাবে, এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে নাজমুস সায়াদাত মন্ডলের মতো যাঁরা সাফল্যের সঙ্গে কাজ করেছেন তাঁদের আশীর্বাদ করছেন মানুষ। পুরস্কৃত করছে প্রশাসন। পরিবর্তিত পরিস্থিতিতেও ধনধান্য অডিটোরিয়ামের উপস্থিতি ছিল।

    নতুন গতি

    News Publication